Travel & Explore Yourself | Do It Now, The Future Is Promised To No One.


1 Comment

ঘুরে আসুন ঢাকা মৈনট ঘাটে।

ঘুরে আসলাম অসাধারন এক জায়গা থেকে। যদি বলি বন্ধু নিয়ে অথবা, পরিবার নিয়ে ১ দিনের জন্য কোথায় ঘুরতে যাওয়া যায়। চোখ বন্ধ করে চলে যান মৈনট ঘাটে। আর যদি একটু কৌশলি হোন তাহলে ট্রিপটা হবে দারুন উপভোগ্য। Continue reading


Leave a comment

জিন্দা পার্ক, কমিউনিটি ভিলেজ মনটা একটু শান্ত করে আসতে পারেন।

লিখেছেনঃ এস এম শাহরিয়ার।

তারিখঃ ২৮/৭/২০১৭

প্রায় সময় অফিসের কাজে নরসিংদি যাওয়া হয়। সাথে আল্লারবাস্তিয়া ফাও গাড়ী, কিন্তু ফাও জিনিসের সঠিক এস্তেমাল করা হয় না অনেকদিন 😉
ঢাকা থেকে ৩০০ফিট দিয়ে নরসিংদি যাওয়ার পথে অনেক জায়গাই পড়ে, নামা হয় না। একদিন ৩০০ফিট পার হয়ে হাতের বামে (কাঞ্চন ব্রীজের আগে) আরো প্রায় আধাঘন্টা আগানোর পড়ে হাইওয়ের ডানে একটা সানবোর্ডে লেখা “জিন্দা পার্ক, কমিউনিটি ভিলেজ” । Continue reading


2 Comments

ইন্ডিয়া ভ্রমণে ১০০% নিরাপদ ট্রাভেল কার্ড।

ট্রাভেল কার্ডই হতে পারে আপনার ইন্ডিয়া ভ্রমণে ১০০% নিরাপদ কিন্তু কিভাবে? এমনকি মেডিসিন দোকানেও বিল দিতে পারবেন, আসুন বিস্তারিত জেনে নেই।

৩ টি ছবি দেখুন তাহলে বুঝতে পারবেন।

Continue reading


Leave a comment

অল্প খরচে শিমলা-মানালী ট্যুর ( ঢাকা বা কোলকাতা থেকে)।

লিখেছেনঃ প্রসেন।

তারিখঃ২৮/৭/২০১৭

স্বল্প সময় এবং ১০k রুপীতে(চাইলে আরও কমাতে পারেন কারন এটা একদম বাজেট ট্যুর না,মোট ১০k BDT তেও ঘুরে আসতে পারবেন।, ঘুরতে ট্যাক্সির খরচ কম করলে, খাওয়া খরচ কম করলে এবং হোটেল খরচ পার হেড ২০০ তেও থাকা সম্ভব তাহলে ৮k তে হয়ে যাবে) তুষার আবৃত, পাহাড়ি অপরুপ সৌন্দর্যের শিমলা-মানালী ট্যুর(কলকাতা-কালকা-শিমলা-মানালী-দিল্লী-কলকাতা)।(খরচটা উল্লেখ করে যাচ্ছি, প্রয়োজনে আপনারা যোগ করে দিন অনুসারে খরচ বের করে নিতে পারেন। গিয়েছিলাম ৫ জন, জন প্রতি খরচ দেওয়া হল, আর ৩ মাস আগের ট্যুর সুতরাং ছোটো খরচে ৫-১০ রুপি কম বেশী হতে পারে )। Continue reading


Leave a comment

ঢাকার আশেপাশে ভ্রমন উপযুক্ত কিছু স্থান।

লিখেছেনঃ এ যে অরন্য।

তারিখঃ ২৮/৭/২০১৭

কম খরচে ঢাকার আশেপাশেই ঘুরা যায় এমন অনেক সুন্দর জায়গায় আছে। যেখানে আপনি একদিনেই সহজে ঘুরে আসতে পারবেন।
চলুন জেনে নেই জায়গাগুলো সম্পর্কে – মোট ১৩ টি জায়গার বর্ণনা দেয়া আছে এখানে Continue reading


Leave a comment

কাপ্তাই কায়াকিং ক্লাব!

লিখেছেনঃ সাকিব ইফতেখার।

তারিখঃ২০/৭/২০১৭

যেভাবে যাবেনঃ
স্টেপ-১ঃচট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে লিচুবাগানের বাসে উঠবেন।কাপ্তাইয়ের বাসে উঠলেও হবে।লিচু বাগান কাপ্তাই যাওয়ার রাস্তাতেই পড়ে(যারা জানেন না।স্থানীয়রা ‘লেচু বাগান’ বলে ডাকে)।কাপ্তাই যাওয়ার পথেই কায়াকিং ক্লাব পড়ে।কোনো বাস থেকে ওখানে মানুষ নামাতে দেখিনি।তাই বলতে পারছিনা যে সরাসরি ওখানে বাসে যেতে পারবেন কিনা।সেটা আপনারাই জিজ্ঞেস করে নিবেন।

Continue reading


Leave a comment

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর, উৎমাছড়া ও তুরুংছড়া ভ্রমণ।

লিখেছেনঃ মাশুক আহমেদ।

তারিখ.২৮/৭/২০১৭

এই তিনটি জায়গা একদিনে ভ্রমণের জন্য অবশ্যই আপনাকে সকাল ৬ তার দিকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হতে হবে।সিলেটের আম্বরখানা থেকে সিএনজি(৫ জন বসা যায়)/লেগুনা(১২জ জন বসা যায়)সারা দিনের ভাড়া করে নিবেন।সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৪০ কি.মি।কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে এ সামান্য জায়গা যেতে ২.৫-৩ ঘন্টা সময় লাগবে। Continue reading