Travel & Explore Yourself | Do It Now, The Future Is Promised To No One.

সাদা পাথর, জিরো পয়েন্ট, ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট।

Leave a comment

আপনারা অনেকেই আছেন যারা এখনও সিলেট আসেননি, ভাবছেন এই শীতের ছুটিতে সিলেট ঘুরে যাবেন। আপনারা বিছানাকান্দি, রাতারগুল যাবেন কিন্তু এইসব জায়গার চেয়েও অনেক সুন্দর জায়গা আছে তা অনেকেরই অজানা।
এমনকি সিলেটের অনেক মানুষের কাছেও এই অপরূপ সুন্দর জায়গা সম্পর্কে অজ্ঞতা রয়েছে।
যারা ৩/৪ দিনের জন্য আসবেন তারা এই জায়গা না ঘুরে যাবেন না প্লিজ। আর যারা সিলেট আছেন তারা ফ্যামিলি অথবা বন্ধুদের নিয়ে জলদি ঘুরে আসুন বিছানাকান্দি থেকে হাজার গুনে সুন্দর এই জায়গাটিতে।

কিভাবে যাবেনঃ
সিলেটের আম্বরখানা সিএনজি ষ্টেশন থেকে যাবেন টুকেরবাজার সিএনজি ষ্টেশন, ভাড়া ১১০ টাকা। রাস্তার কাজ চলছে তাই যেতে একটু কষ্ট হবে কিন্ত একটু কষ্ট না করলে ট্রিপের কথা মনে থাকবে না। এরপর নেমে যে কাওকে জিজ্ঞাসা করবেন নৌকার ঘাট কোনদিকে, দেখিয়ে দিবে। 🙂
তার পর নৌকা ঠিক কর নিবেন, ভাড়া নিবে ৮০০ থেকে ১০০০ টাকা। নৌকায় ১৫ থেকে ১৮ জন যেতে পারবেন তাই বেশি মানুষ যাওয়া ভাল, নৌকা সারাদিন থাকবে চিন্তা নেই।
স্বচ্ছ পানিতে ইচ্ছা মত মজা করেন কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন, পানিতে অনেক স্রোত থাকে তাই বেশি দূরে যাবেন না। কারণ হয়ত বলে দেয়ার প্রয়োজন নেই! 😀
ওহ্ আরেকটা কথা,
বিকেল ৫ টা পর্যন্ত ইচ্ছেমত ঘুরতে পারবেন ওখানে, এরপর বিজিবি থাকতে দিবে না!
অবশ্যই নিজের খেয়াল রাখবেন.. 🙂

ময়লা আবর্জনা ফেলে এত সুন্দর জায়গাটার সৌন্দর্য নস্ট করবেন না। আমাদের এই পর্যটন স্পটগুলোর পরিবেশ ঠিক রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ন আমাদের।
#Happy_Traveling
#Beautiful_Shada_Pathor
#Beautiful_Sylhet

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.