Travel & Explore Yourself | Do It Now, The Future Is Promised To No One.

বাস ও ট্রেনে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণের বিস্তারিত।

Leave a comment

ঢাকা টু কলকাতা যারা ট্রেনে করে যান মানে “মৈত্রী এক্সপ্রেস” আজ এই ট্রেনের বিস্তারিত তুলে ধরছি মানে ট্রেনের সময়সূচী, ভাড়া ইত্যাদি।

মৈত্রী ট্রেন হচ্ছে ঢাকা এবং কলকাতা যাওয়ার সহজ মাধ্যম যা অল্প খরচে চলে যেতে পারে। এছাড়াও ঢাকা থেকে কলকাতা যাওয়ার সরাসরি বাস চালু আছে। আজ ট্রেন এবং বাস দুটোই বিস্তারিত তুলে ধরছি। আসা করি অনেকের উপকারে আসবে ?

ট্রেন কখন ছাড়ে ঢাকা থেকে?
ঢাকা থেকে সকাল ৮ টা ১০ মিনিটে ছাড়ে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়ে।
আর টিকিট কাটতে হবে কমলাপুর রেল স্টেশনে গিয়ে। কলকাতা ট্রেনের টিকিট আর কোথাও বিক্রি করে না।

আমি কি ট্রেনের রিটার্ন টিকিট কাটতে পারবো?

জি পারবেন তবে কলকাতা টু ঢাকার ট্রেনের টিকিট কমলাপুর রেল স্টেশন থেকে কাটতে পারবেন তবে ২০% টিকিট দিতে পারে ঢাকা থেকে সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালো থাকলে পাবেন অথবা পাবেন না। আর বাকি ৮০% টিকিট কলকাতা কাউন্টার থেকে দিয়ে থাকে।

india-bus-train

কি বার ছাড়ে ঢাকা এবং কলকাতা থেকে?

ঢাকা টু কলকাতাঃ শুক্রবার (৩১০৭), শনিবার (৩১১০), রবিবার (৩১০৭), বুধবার (৩১১০)।

কলকাতা টু ঢাকাঃ শনিবার (৩১০৮), সোমবার (৩১০৮), মঙ্গলবার (৩১০৯), শুক্রবার (৩১০৯)।

কত করে ভাড়া এডাল্ট এবং শিশুদের জন্য?

AC First Cabin:
20 Dollar + 15% Vat + 540 BDT Travel tax (1600 BDT + 240 BDT + 540 BDT ) = 2380 BDT

AC Chair Car:
12 Dollar + 15% Vat + 540 BDT Travel tax
( 960 BDT + 144 BDT + 540 BDT) = 1644 BDT

শিশুদের জন্য ৫০% ডিস্কাউন্ট হবে যদি ১ থেকে ৫ বছরের মধ্যে বয়ষ হয়ে থাকে নতুবা ফুল ভাড়া দিয়ে টিকিট কাটতে হবে। পাসপোর্ট অনুসারে বয়ষ ধরা হয়ে থাকে।

এখানে ডলার হিসেবে দেখানো হয়েছে তবে কিছু কম বেশি হতে পারে কারণ ডলারের রেট চেঞ্জ হতে পারে তবে সেটা সামান্য পরিমাণ কম বেশি হবে। আর প্রতি জনের টিকিট কাটতে গেলে ১০০% ট্রাভেল ট্যাক্স দিয়ে ট্রেনের টিকিট কাটতে হবে যা উপরে উল্লেখ করেছি।

আগে ট্রাভেল ট্যাক্স ছিল প্রতিজনের জন্য ৫০০ টাকা করে এখন প্রতিজনের জন্য ৫৪০ টাকা করছে যা জুলাই মাসের ১ তারিখ থেকে করা হয়েছে। এটা শুধুমাত্র বেনাপোল বর্ডার দিয়ে জাওয়া আসা করবে তাদের জন্য।

টিকিট কখন পাওয়া যাবে?
সকাল ৯ টা থেকে রাত ৭ টা পর্যন্ত টিকিট দেওয়া হয়। আর কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট পাবেন। আর ৩০ দিন আগ পর্যন্ত অগ্রিম টিকিট নিতে পারবেন তবে যাবার মিনিমাম ৫/৬ দিন আগে না নিলে টিকিট পাবেন বলে মনে হয় না কারণ প্রচন্ড চাপ থাকে।

৩১/৩২/৩৩ দিন আগে কোন অগ্রিম টিকিট নিতে পারবেন না মানে দিবে না। মানে ২ মাস আগে কোন টিকিট দেওয়া হয়না। আপনি হায়েস্ট ৩০ দিন আগের টিকিট নিতে পারবেন।

কত কেজি পর্যন্ত নিতে পারবেন?
একজন পূর্ণবয়স্ক ব্যক্তি ৩০ কেজি পর্যন্ত ফ্রি নিতে পারবেন মানে একটা লাগেজে ৩০ কেজি পর্যন্ত নিতে পারবেন আর শিশুদের ক্ষেত্রে ২০ কেজি পর্যন্ত মানে সাথে যদি বাচ্চা থাকে তার জন্য ২০ কেজি পর্যন্ত ফ্রি নিতে পারবেন।

ওজন (৩০ কেজি) বেশি নিলে কত চার্জ দিতে হবে?
৩১ কেজি থেকে ৫০ কেজি হলে প্রতি কেজিতে ২ ডলার করে এক্সট্রা ফি দিতে হবে এবং ৫০ কেজি + হলে প্রতি কেজিতে ১০ ডলার করে গুনতে হবে।

ট্রেন কখন পৌঁছাবে ঢাকা থেকে কলকাতা?
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮ টা ১০ মিনিটে ছাড়বে আর কলকাতা পৌঁছাবে সন্ধ্যা ৭ টার দিকে তবে মাঝে মাঝে লেট হতে পারে সেক্ষেত্রে রাত ৯ টা বেজে যেতে পারে।

বি:দ্র: আমাদের এক ক্লায়েন্ট জুন মাসের ২২ তারিখে ঢাকা থেকে যাত্রা করেছিল ট্রেনে এবং উনার পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা ৭ টার দিকে কিন্তু ট্রেন লেট করে পৌঁছেছিল রাত ৯ টা ১০ মিনিটে।

উনার ওই দিন রাত ১১ টার দিকে আগ্রার ট্রেনে জাওয়ার কথা ছিল এবং অবশেষে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরতে পারছিল। আমরা ইন্ডিয়া ভ্রমণ এর সমস্ত টিকিট দিয়েছিলাম ট্রেনের এবং দিল্লি টু মানালি জাওয়ার বাসের রিটার্ন টিকিট সহ।

ট্রেন কখন পৌঁছাবে কলকাতা থেকে ঢাকা?
কলকাতা থেকে সকাল ৭ টা ১০ মিনিটে ছাড়ে আর ঢাকা আসে সন্ধ্যা ৭ টার একটু আগে যদি দেরি না হয় আর দেরি হলে রাত ৮/৯ টা পর্যন্ত হতে পারে।

কত সময় লাগে ট্রেনে যেতে বা আসতে?
ভ্রমণ এর মোট সময় ১১ ঘণ্টা তবে মাঝে মাঝে দেরি হলে হয়তো হায়েস্ট ১৩ ঘণ্টা হতে পারে এর বেশি নয়। মোট ঢাকা টু কলকাতা ৪০০ কি.মি. পথ যেতে হয়। আর ট্রেনের স্পিড থাকে ৪০/৪২ কি.মি. ঘন্টায়

এবার বাসের ভাড়া, সময় বিস্তারিত তুলে ধরছি?
ঢাকা টু কলকাতা সরাসরি কিছু বাস যাওয়া আসা করে যেমন শ্যামলি পরিবহণ, গ্রীন লাইন ইত্যাদি। আবার কিছু বাস শুধু ঢাকা টু বেনাপোল বর্ডার পর্যন্ত জাওয়া আসা করে।

বেনাপোল থেকে নিজের বর্ডার পার হয়ে ভেংগে ভেংগে কলকাতা/হাওড়া/শিয়ালদাহ যেতে হবে যদি ঢাকা টু বেনাপোল পর্যন্ত যান। বেনাপোল বর্ডার থেকে কলকাতা যেতে মাত্র ৩ ঘন্টার মত সময় লাগে।

ঢাকা টু কলকাতা বাস:

বাসের নাম: Royal Coach
বাস টাইপ: ১, হিনো, নন এসি
ছাড়বে: রাত ৯ টা ৩০ মিনিটে
কলকাতা পৌঁছাবে: সকাল ১০ টার দিকে
ছাড়ার স্থান: আরামবাগ বাস স্ট্যান্ড, ঢাকা
ভাড়া: ৯০০ টাকা প্রতি সিট

বাসের নাম: Royal Coach
বাস টাইপ: ১, হিনো, এসি
ছাড়বে: রাত ৯ টা ৩০ মিনিটে
কলকাতা পৌঁছাবে: সকাল ১০ টার দিকে
ছাড়ার স্থান: আরামবাগ বাস স্ট্যান্ড, ঢাকা
ভাড়া: ১৪০০ এবং ১৬০০ টাকা

বাসের নাম: Soudia Air Con
বাস টাইপ: মার্সিডিজ বেঞ্জ, এসি
ছাড়বে: রাত ১০ টা ১৫ মিনিটে
কলকাতা পৌঁছাবে: সকাল ১০ টায়
ছাড়ার স্থান: আরামবাগ (AB) কাউন্টার
ভাড়া: ১৬৫০ টাকা

বাসের নাম: Shohag Paribahan
বাস টাইপ: স্ক্যানিয়া, এসি এলিট ক্লাস
ছাড়বে: সকাল ৬ টা ৩০ মিনিটে
কলকাতা পৌঁছাবে: বিকেল ৩ টায়
ছাড়ার স্থান: মালিবাগ, কল্যাণপুর ও গাবতলি
ভাড়া: ১৮২০ টাকা

বাসের নাম: Shohag Paribahan
বাস টাইপ: Hino, 1J Plus
ছাড়বে: সকাল ৬ টা ৩০ মিনিটে
কলকাতা পৌঁছাবে: বিকেল ৪ টার দিকে
ছাড়ার স্থান: জনসন রোড, আরামবাগ
ভাড়া: ৮২৬ টাকা

বাসের নাম: Shamoly Paribahan
বাস টাইপ: RM2, Volvo AC
ছাড়বে: সকাল ১১ টায়
ভাড়া: ১৪০০ টাকা

#কলকাতা থেকে ঢাকা কখন ছাড়ে?

বাসের নাম: Shyamoli Yatri Paribahan
বাস টাইপ: Volvo AC
ছাড়বে: সকাল ৭ টায়
লাস্ট বাস ছাড়ে: সকাল ১১ টার দিকে

#কলকাতা অফিস: ( শ্যামলি বাস )
61/1, Marquis Street
Beside of New Market
Cont: 3339579672

Zakaria Street, Kolkata
Telp: 22342995

এছাড়াও আপনি শিয়ালদা স্টেশন থেকে ২০ রুপি দিয়ে ট্রেনের টিকিট কেটে সরাসরি বনগাও স্টেশন আসতে পারেন এবং বনগাও নেমে অটোতে আসতে মাত্র ২০ মিনিট সময় লাগবে বেনাপোল বর্ডার পর্যন্ত আসতে। আর শিয়ালদাহ টু বনগাও স্টেশন আসতে ২ ঘণ্টা ২০ মিনিটের মত সময় লাগে। আর ট্রেন ১ ঘন্টা পর পর পাবেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.