Travel & Explore Yourself | Do It Now, The Future Is Promised To No One.

সহস্রধারায় ক্যাম্পিং।

Leave a comment

লিখেছেনঃ অপু নজ্রুল

তারিখঃ১৩/১/২০১৮

এখানে যাই অনেক বছর ধরেই কিন্তু গত বছর বর্ষায় প্রথমবার ক্যাম্পিং করার সুযোগ হলো। ভরা বর্ষা ছিলো, সারারাত কুকুর বিড়াল বৃষ্টি হয়েছে। ভোরে ঘুম ভেঙ্গে দেখি তখনো বৃষ্টি চলছে। তাবুর জিপার খুলে সামনে তাকাতেই মন ভরে গেলো। সবুজ পাহাড়ে ধাক্কা খাচ্ছে কালো মেঘ, পাহাড়ের কোলে সহস্রধারার ঘোলা জলে বৃষ্টির রিমঝিম শব্দ। শীত শীত আরামদায়ক পরিবেশ। সহস্রধারা ঝর্ণায় বাঁধ দেয়ার ফলে ১৪-১৫ বছর আগে লেকটির সৃষ্টি। স্থানীয় কৃষকদের সুবিধার্থে লেকটি তৈরী করেছে পানি উন্নয়ন বোর্ড।

শীতকাল ক্যাম্পিং করার পারফেক্ট টাইম। বর্তমানে স্থানীয় জনগণের সম্পৃক্ততায় উইনরক ইন্টারন্যাশনাল একটি চলমান প্রকল্পের আওতায় এখানে ক্যাম্পিং করার সুযোগ তৈরী হয়েছে। গেলে মাত্র ৬০০ টাকায় তাবু ভাড়া পাবেন। (অফ সিজন এটা ৩০০ টাকা ছিলো)

ঢাকা থেকে বাসে সীতাকুন্ড বাজার নামবেন।।সেখান থেকে লেগুনায় ছোট দারোগারহাট বাজার। তারপর পুবদিকে ২-৩ কিলোমিটার পায়ে হাটতে হবে

ক্যাম্পিং শেষে ক্যাম্পসাইট পরিষ্কার করতে ভুলবেন না। আর অবশ্যই অপঁচনশীল বর্জ্য সাথে করে নিয়ে আসবেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.