Travel & Explore Yourself | Do It Now, The Future Is Promised To No One.


Leave a comment

Hotel 71- বাজেটের মধ্যে ঢাকার একটি আদর্শ ৩ তারা হোটেল।

বাজেটের মধ্যে ঢাকার একটি আদর্শ ৩ তারা হোটেল হিসাবে Hotel 71 কে আমি অনন্য হিসাবে উল্লেখ করতে চাই । নিজের অভিজ্ঞতা ও তাদের আতিথেয়তায় আমি এটা না বলে পারছি না । ঢাকার প্রাণকেন্দ্র বিজয়নগরে ২০ তলা বিশিষ্ট একটি ভবনে হোটেল ৭১ অবস্থিত। হোটেলটি দ্বিতীয় তলায় রয়েছে মনকাড়া বিজয় ভাস্কর্য। হোটেল ৭১ এর একটি ব্যান্কুয়েট হল “আম্রকানন” এবং একটি রেস্টুরেন্ট “স্বাধিকা” রয়েছে। আম্রকাননে সজ্জিত রয়েছে কাঠে খোদাই করা বাহান্ন থেকে একাত্তর পর্যন্ত ঘটে যাওয়া ভাষা আন্দোলনের সচিত্র প্রতিবেদন। স্বাধিকা রেস্টুরেন্টে রয়েছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশের মানুষের কষ্টকর জীবনযাপনের সচিত্র প্রতিবেদন সম্বলিত পোড়ামাটির কারুকাজ। হোটেল ৭১ তিন তারকা বিশিষ্ট আবাসিক হোটেল। Continue reading


Leave a comment

কাপ্তাইয়ে থাকার ব্যবস্থা।

লিখেছেনঃ সাবের আহমেদ

তারিখঃ ১৮/২/২০১৮

‘প্রশান্তিতে স্বাগতম সবাইকে’

ঢাকা,চট্টগ্রাম কিংবা দূর-দুরান্ত থেকে কাপ্তাইয়ে বেড়াতে আসা বেশিরভাগ অতিথিদেরই মাথায় ঘুরপাক খায় কাপ্তাইয়ে কোথায় থাকব, থাকার ব্যবস্থা কি? Continue reading


Leave a comment

নীলগিরি হিলভিউ রিসোর্ট ।

নীলগিরি হিলভিউ রিসোর্ট অত্যন্ত সুন্দর পরিবেশে পর্বতের উপর অবস্থিত।এই রিসোর্ট সমুদ্রপৃষ্ঠ হতে ২৪০০ ফিট উপরে অবস্থিত।এখানে একটি রেস্টুরেন্ট অাছে। এখানে রাতে থাকার ব্যবস্থা আছে।তবে রাতে থাকতে হলে বুকিং অাগে দিতে হয়। Continue reading


Leave a comment

নিসর্গের মধ্যে পাঁচ তারা অমরাবতী, হবিগঞ্জ।

কী যে ভালো আমার লাগেলা আজ এই সকাল বেলায় কেমন করে বলি! ওডিশার চিল্কা হ্রদ দেখে লিখেছিলেন বুদ্ধদেব বসু। আর হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি বাজারে দি প্যালেস রিসোর্টের ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে বলতে হয়, আহা! এ কোথায় এলাম! এ তো রূপসী বাংলাদেশের সুন্দরতম স্থান। জীবনানন্দর ভাষায়, এই পৃথিবীতে একটা স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ। Continue reading