Travel & Explore Yourself | Do It Now, The Future Is Promised To No One.


Leave a comment

মারায়ন তং জাদির চূড়ায় ক্যাম্পিং ও আলীর গুহায় ট্রেকিং অভিযান।

লিখেছেনঃ এম ডি দিদারুল হক

তারিখঃ ২৪/২/২০১৮

সাজেক-কে যদি বলা হয় মেঘের রানী, তাহলে মারায়ন থং-কে বলা যায় মেঘের ভেলা…
মারায়ন তং/মারায়ন ডং/মেরাই থং-সবই একই স্থান। যদি নিতে চান দুধসাদা মেঘের ছোঁয়া, রাতের আকাশে সহস্রাধিক তারার আলোর ঝলকানি, হাড়কাপানো ঠান্ডায় প্রচন্ড বাতাসের লিলুয়া শব্দ তাহলে ২ ঘন্টার পাহাড়ি পথ ট্রেকিং করে চলে যান মেরাই থং জাদি, ওখানে থাকা বা খাওয়ার কোন ব্যবস্থা নাই, তাই তাবু, খাবার তৈরির সরঞ্জামাদি, পানি ও আনুসাঙ্গিক জিনিসপাতি নিয়ে আজই বেরিয়ে পড়ুন।বর্ষা/শীতকালে গেলে অবশ্যই ভারী কাপড় নিতে হবে। খোলা পাহাড় বিধায় প্রচন্ড বাতাস আর হিম শীতল ঠান্ডা।
Continue reading